সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

১৪ বছরেও ভালো কাজ পাননি অভিনেত্রী সন্দিপ্তা সেন

বিনোদন ডেস্ক

অভিনেত্রী সন্দিপ্তা সেন। কলকাতার এই অভিনেত্রী ছোটপর্দার তারকা হলেও ইতোমধ্যে ক্যারিয়ারের ১৪ বছর পার করেছেন। অভিনয় গুণে দর্শকদের ভালোবাসা ও জনপ্রিয়তাও পেয়েছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে এক যুগেরও বেশি সময় পার করলেও এখনো ভালো কাজ পাননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সন্দিপ্তা জানান, এ কারণে তার খারাপও লাগে।

দীর্ঘদিনের ক্যারিয়ারে বড় পর্দায় সেভাবে দেখতে পাওয়া যায়নি তাকে। এ বিষয়ে তিনি বলেন, খারাপ লাগে না বললে ভুল হবে। আমার কাছে ভালো কাজ আসেনি। আশা করি পরিচালক-প্রযোজকরা ভালো কাজ দেবেন আমায়।

ভালো কাজের জন্য ধৈর্য ধরে আছেন তিনি। এ জন্য নিজেকে তৈরির চেষ্টা করছেন বলেও জানান এই অভিনেত্রী।

এদিকে ইন্ডাস্ট্রিতে ১৪ বছরের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ভালো কাজ করলে মানুষ ভালোবাসে। যদি মন দিয়ে নিজের কাজটা না করি, তাহলে ছুড়ে ফেলে দেবেন মানুষ। এ জন্য যে কাজই করি তা মন দিয়ে করার চেষ্টা করি।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন