Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এবার ওয়েব সিরিজে মাহি-সিয়াম

বিনোদন ডেস্ক

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ জুটি বেঁধে কাজ করেছেন রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজী’ ছবিতে। এবার কোন ছবিতে নয়, নতুন একটি ওয়েব সিরিজে তাদের দেখা যাবে। এটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

জানা গেছে, সিরিজটিতে আরও থাকবেন ফারহান আহমেদ জোভান ও ফারজানা রিক্তা। আগামী ১৫ অক্টোবর থেকে সিরিজটির শুটিং শুরু হবে। নাম ঠিক না হওয়া সিরিজটি নিয়ে শিহাব শাহীন বলেন, ‘এটি নিয়ে প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে সব বলবে। এখন আমি কিছুই বলতে পারছি না।’

সিয়াম আহমেদও সিরিজটি সম্পর্কে এখনই মুখ খুলতে চাননি। তিনি শুধু বলেন, ‘আগে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হই, তারপর না হয় বলি।’

শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’ সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত কাজ। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন তাসনুভা তিশা।

অন্যদিকে মাহি ও সিয়াম ওয়েব কনটেন্টে কাজ করলেও সিরিজে কাজ করেননি এর আগে। এটি তাদের দুজনের প্রথম ওয়েব সিরিজ হবে।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন