সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

আর্জেন্টিনা সমর্থকদের ব্রাজিল দলে যোগ দিতে বললেন মিম!

বিনোদন ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের আমেজ সাধারণ মানুষ থেকে তারকামের হৃদয়েও ছুঁয়ে যায়। আর স্বাভাবিকভাবে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের আসরে ব্রাজিল ও আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা অনেকটা চোখে পড়ার মতো। এ থেকে কিন্তু তারকারাও বাদ যান না একদম।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলতি বছর ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির পরে দর্শক প্রশংসায় ভাসছেন তিনি। সেই রেশ এখনো কেটে উঠেনি। সিনেমা হলগুলোয় এখনো টিকিটের জন্য লাইন দেখা যায় দর্শকের। সেই নায়িকা বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল দলে সাপোর্টার।

মিম শুধু ব্রাজিল দলের সমর্থক নয়। দলটির ভিষণ ভক্তও বলা যেতে পারে। এবার বিশ্বকাপ ফুটবলের আঁচ পড়তেই সোশ্যালেসহ নানা মাধ্যমে বিভিন্ন সময় ব্রাজিল দল নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। বৃহস্পতিবারের (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত ব্রাজিল-সার্বিয়ার ম্যাচে জোড়া গোলে প্রিয় দলের জয় হওয়ায় আর্জেন্টিনা দলের সমর্থকদের ব্রাজিল দলে যোগ দিতে বললেন এই নায়িকা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন