শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন সাকিব খান!

বিনোদন ডেস্ক

‘আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানও এই কথার সঙ্গে এখন সুর মেলাতেই পারেন। সব ছেড়ে যে জন্য যুক্তরাষ্ট্রে গত বছরের নভেম্বর থেকে পড়ে আছেন নায়ক, সেই যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসনের প্রাথমিক স্বপ্ন পূরণ হয়েছে।

দেশের একটি গণমাধ্যমে সেই কথা স্বীকারও করেছেন শাকিব খান। জানিয়েছেন, কাজ মিটে যাওয়ায় আগামী ৫-৬ জুলাই দেশে ফিরবেন।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব তো পেলেন। এখন কি আপনাকে একটা নির্দিষ্ট সময় পর পর আমেরিকায় গিয়ে থাকতে হবে? এমন প্রশ্নে শাকিব খান জানিয়েছেন, ‘যদি না যেতে চাই, সেই ব্যবস্থাও আছে। যেতেই হবে এমন কোনও কথা নেই’।

গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। যদিও প্রায় দুবছর আগে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করেছেন, এমন খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। তখন সে খবরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে নায়ক বলেছিলেন, এসব খবর ‘ভিত্তিহীন’।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন