শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফেরদৌস আরা নিয়ে আসছেন ‘চন্দ্রমল্লিকা’

বিনোদন ডেস্ক

‘চন্দ্রমল্লিকা’ বিশেষ সংগীতানুষ্ঠান তৈরি করা হয়েছে নজরুল জয়ন্তী উপলক্ষ্যে। এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের পাঁচটি জনপ্রিয় গান পরিবেশন করছেন নন্দিত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। যে গানগুলিতে কবি নজরুলের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে।

গানগুলো হলো-‘বেলি ফুল এনে দাও’, ‘চম্পা পারুল যূথী টগর চামেলা’, ‘দোপাটি লো’, ‘লোকরবী’ এবং ‘কে নিবিমালিকা এ মধু যামিনী’।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ। নিবেদনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়। ২৫ মে (১১ জ্যৈষ্ঠ) রাত ১০ টায় চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

খুলনা গেজেট/ আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন