শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

পোশাকে মুগ্ধতা ছড়ালেন নুসরাত

বিনোদন ডেস্ক

বলা হয়ে থাকে, নারীর সৌন্দর্যে হাওয়া দেয় বাহারি পোশাক। যুতসই পোশাক নারীর ব্যক্তিত্বকে যেমন ঋজু করতে পারে, তেমনই মুগ্ধতা ছড়াতে পারে চারপাশে।

প্রচলিত এই সত্যকে আবারও মনে করালেন টালিউড তারকা নুসরাত জাহান। কয়েক দিন আগে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন নুসরাত। সমুদ্রসফরের বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব ছবি ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমে দেখা গেছে নীল অন্তর্বাস পরা নুসরাতকে। হলুদ স্কার্ট। চুল খোলা। চুলের ব্যান্ড বেঁধে নিয়েছেন হাতে। এছাড়া কয়েকটি বালা পরেছেন সেই হাতেই। কোথাও তিনি আকাশের দিকে হাত তুলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কোথাও বা লাল বালিশের উপর শুয়ে ফোন ঘাঁটছেন অভিনেত্রী। মুখে হাসি, চোখে আনন্দ তার।

বরাবরই পোশাক নিয়ে অনুরাগীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই নারীকে। কিন্তু এই অসুস্থ রুচির মানসিকতাকে পাত্তাই দেননি নায়িকা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন