রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

একসঙ্গে আড্ডায় মিশা সওদাগর-সাইমন-দীঘি

বিনোদন ডেস্ক

ঈদকে সামনে রেখে টেলিভিশনগুলো আয়োজন করছে নানা রকমের অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় দেশ টিভির ঈদ আয়োজনে প্রচার করবে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘পিয়ার প্রিয়জন’।

অনুষ্ঠানে পিয়ার আমন্ত্রণে এসেছেন অভিনয় ও গানের কয়েকজন প্রিয়মুখ। ব্যক্তিগত ও পেশাগত অনেক প্রশ্ন নিয়ে তারকাদের মুখোমুখি হয়েছেন পিয়া। তারকারাও মন খুলে দিয়েছেন জবাব।

এতে অংশ নিয়েছেন মিশা সওদাগর, প্রিন্স মাহমুদ, মেহরিন, ইমন, অধরা খান, আঁচল, শিরীন শিলা, নাবিলা , ভাবনা , সাইমন সাদিক, দীঘি, সজল ও লিজা। আলী আফতাবের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সামিউর তুষার। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে দুপুর ৩টা থেকে ৬টা ও রাত ৯টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত দেশ টিভিতে রয়েছে দুটি লাইভ গানের অনুষ্ঠান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন