Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

‘টাইগার থ্রি’ নিয়ে ফিরছেন সালমান-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

মহামারীর কারণে অন্য সবকিছুর মতো বলিউডও থমকে গেছে। তবে এই দুর্দিন কাটিয়ে আঙ্গিকে ফেরার অপেক্ষা ভারতেই সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রির। এরই মধ্যে জানা গেলে, আসছে টাইগার সিরিজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’। বরাবরের মতো সালমান খানের বিপরীতে এই ছবিতেও দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

জানা গেছে, যথারীতি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এই ছবিটির পরিচালনায় আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই থাকছেন না। নতুন করে এ কিস্তি পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে মণীশ শর্মাকে। আগামী ২৭ সেপ্টেম্বর বলিউডের প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যশ চোপড়ার ৮৮তম জন্মদিন এবং প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তিতে এই অফিশিয়ালি ছবিটির ঘোষণা দেয়া হবে । সেদিন আরও বেশ কিছু বিগ বাজেটের সিনেমার ঘোষণা আসবে।

উল্লেখ্য, ২০১২ সালে আলি আব্বাস জাফর ও কবির খান যৌথভাবে নির্মাণ করেন ‘এক থা টাইগার’ । পরে ২০১৭ সালে ‘টাইগার জিন্দাহ হ্যায়’ মুক্তি পায় আলি আব্বাস জাফরের একক পরিচালনায় । এই দুটি ছবি দারুণ ব্যবসা সফল হওয়ায় যশরাজ ফিল্মস এর তৃতীয় কিস্তি আনছে ‘টাইগার থ্রি’ ।

 

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন