শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

অবশেষে আংটি বদল রণবীর-আলিয়ার

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে সে সম্পর্ক পরিণয়ে রূপ পাবে কি না তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকে। শেষ পর্যন্ত সেই সন্দেহ দূর হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বলা হচ্ছে নিজের ৩৯তম জন্মদিনে রণবীর আলিয়ার অনামিকায় বাগদানের আংটি পরিয়েছেন।

২৮ সেপ্টেম্বর ছিল রণবীরের জন্মদিন। দিনটি উদযাপন করতে প্রেমিকাসহ পাড়ি দিয়েছিলেন রাজস্থান। তখনই শোনা গিয়েছিল জন্মদিনেই আংটি বদল করবেন এ দুই তারকা। কিন্তু তারা কেউই এ নিয়ে মুখ খোলেননি। জন্মদিন পালন শেষে পরের দিন যোধপুর এয়ারপোর্টে যখন পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন আলিয়া-রণবীর, তখন আলিয়ার আঙুলে দেখা যায় একটি নতুন সোনার আংটি।

সেখান থেকেই গুঞ্জন শুরু, তবে কী রাজস্থানেই আংটি বদল করেছেন তারা! এই যোধপুরেই দু’জনার বিয়ের কাজটিও সম্পন্ন হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

 

খুলনা গেজেট/এনএম  




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন