Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনায় আক্রান্ত নির্মাতা রাজ

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর ঘরে আসছে নতুন অতিথি। খবরটি পুরনো, নতুন খবর হলো- এই আনন্দের মধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী।

রাজ তার টুইটে জানিয়েছেন, করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি লেখেন, সম্প্রতি তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দুইবার পরীক্ষায় তার বাবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তিনি করোনা পজিটিভ।

আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন রাজ ও তার পরিবার। তবে তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা হয়নি। শিগগিরই তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে বলেও জানান রাজ চক্রবর্তী।

রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী আট মাসের অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ঠিক এই অবস্থায় তাদের বাড়িতে করোনার উপস্থিতি বাড়তি চিন্তায় ফেলে দিল তারকা দম্পতিকে!

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন