Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুপিচুপি বিয়ে!

বিনোদন ডেস্ক

অনেকদিন ধরেই প্রেম করে আসছিলেন টালিউড অভিনেত্রী মানালি দে এবং পরিচালক-চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। এবার কোন প্রকার ঘোষণা ছাড়াই বিয়ে সেরে ফেললেন তারা। তবে ঘটা করে আনুষ্ঠানিক বিয়ে হয়নি তাদের। আপাতত আইনি বিয়ে সেরে ফেলেছেন দু’জন।

ইনস্টাগ্রামে নিজেই সে ছবি শেয়ার করেছেন মানালি। ক্যাপশনে লিখেছেন, ‘রেজিস্টার্ড’।

আইনি বিয়ের দিন একেবারে সাদাসিধে পোশাকেই দেখা গেছে তাদের। মানালির পরনে ছিল সালোয়ার। আর পরিচালক অভিমন্যু সাধারণ পোশাকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালে প্রথমবার সাতপাকে বাঁধা পড়েছিলেন মানালি। সেবার অবশ্য ঘটা করেই গায়ক সপ্তক ভট্টাচার্যের গাঁটছড়া বাঁধেন তিনি। বেশ কয়েকবছর সংসারও করেন। কিন্তু আচমকাই ফাটল ধরে দাম্পত্যে। বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মানালি ও সপ্তক। ২০১৬ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় তাদের।

এরপর বেশ কিছুদিন কাজ থেকে বিরতিও নিয়েছিলেন মানালি। তারপর আবারও পর্দায় ফেরেন। ২০১৭ সালে অভিমন্যু পরিচালিত ‘নিমকি ফুলকি’ সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী। এর সুবাদেই দুজনের সুসম্পর্ক গড়ে ওঠে। তবে অভিমন্যু কিংবা মানালি কেউই বিষয়টি প্রকাশ করেননি।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন