Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যশোরের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক, যশোর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের লক্ষ্যে যশোর সদর উপজেলা নির্বাচনী এলাকার কেন্দ্রেগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ থেকে ব্যালট পেপারসহ প্রায় ৬০ ধরনের সরঞ্জাম প্রায় দু’কেন্দ্রে পাঠানো হয়েছে।

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, যশোর-৩ (সদর) আসনে বসুন্দিয়া ইউনিয়ন বাদে ১৫৯টি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, কালি, কলমসহ প্রায় ৬০ ধরনের মালামাল পাঠানো হচ্ছে। সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন