Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাহার ও শম্ভুকে জরিমানা

গেজেট ডেস্ক

কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা ও বরগুনা-১ আসনের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের শুনানির শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানিয়ে বলেন, তিন দিনের মধ্যে ট্রেজারি চালান এর মাধ্যমে তাদেরকে টাকা জমা দিতে হবে এবং সেটি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।

এর আগে শুনানি শেষে কুমিল্লা-৬ আসনের প্রার্থী বাহাউদ্দিন বাহার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার ব্যাখ্যা আমি দিয়েছি। প্রার্থিতা বাতিলের কোন সুযোগ নেই।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন