Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নির্বাচনের পরিকল্পনার কথা জেনে বিদেশিরা সন্তুষ্ট : ইসি আলমগীর

গেজেট ডেস্ক

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পরিকল্পনার কথা জেনে বিদেশিরা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলেছে, আপনাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজ।

ইসি আলমগীর বলেন, বিদেশিরা আমাদের বন্ধু, তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক, আঞ্চলিকসহ নানা রকম সম্পর্ক রয়েছে। তারা আমাদের উন্নয়ন সহযোগী। বন্ধু হিসেবে তারা আমাদের পরামর্শ দিতেই পারে। তবে যেটি আমরা ভালো মনে করি, সেটি গ্রহণ করবো।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে যা যা দরকার, আমরা তাই করব। এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী নিয়োজিত রাখার সিদ্ধান্ত এখনো হয়নি। অতীতে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ছিল। তবে এবারও সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন