বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় একজনকে জরিমানা, তিনজনের মুচলেকা

নিজস্ব প্রতিবেদক

এক ওয়ার্ডের ভোটার অন্য ওয়ার্ডে প্রবেশ করে ভোট কেন্দ্রের সামনে ভিড় করায় ৪ জনকে দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বেলা ১২টা ১৫ মিনিটে নগরীর ১৮ নং ওয়ার্ডের ন্যাশনাল গার্লস হাই স্কুলের সামনে থেকে তাদের ৪ জনকে আটক করা হয়।

এর মধ্যে আকরাম হোসেনকে ৫০০ টাকা জরিমানা। এছাড়া তাওহীদুল ইসলাম, আব্দুস সামাদ ও মিরাজুল ইসলামকে অন্য এলাকায় প্রবেশ না করার শর্তে মুচলেকা দিয়ে মুক্তি দেয়া হয়।

নগরীর ১৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তিরা ১৭ নং ওয়ার্ডের ভোটার। তারা ১৮নং ওয়ার্ডে প্রবেশ করে ভোট কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা করছিলেন। তাদের জরিমানা ও মুচলেকা করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন