Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কেসিসি নির্বাচন : প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১২ জন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আগামী ২৯ মে খুলনায় আসছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি আগামী ৩০ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করবেন।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আওয়াল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা ছাড়াও নির্বাচন কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করবেন।

তার সফর সূচি অনুযায়ী, আগামী ৩০মে সকাল সাড়ে ১০ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। তিনি এদিন বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এছাড়া ৩১ মে সকাল ১০ টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিংয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন তিনি।

এসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন