Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান প্রার্থী ৭৩০ জন

গেজেট ডেস্ক

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান প্রার্থী হতে মোট ৭৩০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৬২ জন। সব মিলিয়ে এ ধাপের ভোটে প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ১৫৫ জন।

রবিবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আজ রবিবার দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলা ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মোট ২ হাজার ১৫৫ প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছে।’

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। এ ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এ ভোটে ৯টি জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো- শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার। বাকি জেলাগুলোতে ভোট হব স্বচ্ছ ব্যালটে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন