বুধবার । ২৬শে নভেম্বর, ২০২৫ । ১১ই অগ্রহায়ণ, ১৪৩২

দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি-ট্রেজারার নিয়োগ

গেজেট প্রতিবেদন

বেসরকারি দুই বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস–চ্যান্সেলর (ভিসি) ও ট্রেজারার নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বুধবার (২৬ নভেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

এরমধ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস–চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী দেওয়া নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন–ভাতাদি ও অন্যান্য সুবিধা তিনি ভোগ করবেন।

অন্যদিকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানের প্রাক্তন ট্রেজারার প্রফেসর ড. মিলন কুমার ভট্টাচার্য্য। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৩(১) অনুযায়ী তার নিয়োগও যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য। একইভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন–ভাতা ও সুবিধাদি তিনি পাবেন।

দুটি নিয়োগের আদেশই শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়–১ শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন