Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও শীর্ষে ঢাবি, বাকিদের কার কী অবস্থান

গেজেটে ডেস্ক

২০২৬ সালের জন্য বিশ্বসেরা দেড় হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। আর সে তালিকায় দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম। তবে সেটিরও জায়গা হয়নি বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে।

বৃহস্পতিবার (১৯ জুন) কিউএস তাদের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করেছে সে তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের সরকারি-বেসরকারি মোট ১৫টি বিশ্ববিদ্যালয়ের। যার মধ্যে সবার ওপরে ঢাবি। র‍্যাংকিং ৫৮৪। তবে গত বছরের তুলনায় কিছুটা অবনতিই হয়েছে বিশ্ববিদ্যালয়টির। ২০২৫ সালে ৫৫৪তম অবস্থানে থেকে দেশের সেরা বিশ্ববিদ্যালয় হয়েছিল ঢাবি।

একইভাবে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ও কিছুটা পিছিয়ে পড়েছে। এবার তাদের অবস্থান ৯৫১-১০০০তম, যা গতবার ছিল ৯০১-৯৫০তম এর মধ্যে। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থানে আগের জায়গাতেই রয়েছে। গতবারের মতো এবারও তাদের অবস্থান ৭৫০-এর ওপরে; অর্থাৎ ৭৬১-৭৭০তম এর মধ্যে। দেশের মধ্যে তাদের অবস্থান দ্বিতীয়।

দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান
কিউএস র‍্যাংকিংয়ে দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলো তালিকায় এক হাজারের পরে স্থান পেয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১০০১ থেকে ১২০০তম এর মধ্যে।

ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান একই ক্যাটাগরিতে। এ চারটি বিশ্ববিদ্যালয় তালিকায় ১২০১-১৪০০তম এর মধ্যে রয়েছে।

বাকি সাতটি বিশ্ববিদ্যালয় ১৪০০তম এর ওপরে স্থান পেয়েছে।

সেগুলো হলো- আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

২০০৪-২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করে কিউএস। তবে ২০১০ সালে প্রতিষ্ঠানটি আলাদা হয়ে যায়। এরপর থেকে আলাদাভাবে র‍্যাংকিং প্রকাশ করে আসছে কিউএস। কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাংকিংগুলোর একটি মনে করা হয়।

র‍্যাংকিংয়ে ৯টি সূচকে একটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। প্রতিটি সূচকে ১০০ করে স্কোর থাকে। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়।

কিউএস র‍্যাংকিংয়ের সূচকগুলো হলো- গবেষণা ও আবিষ্কার, শিখন অভিজ্ঞতা, কর্মসংস্থান, বৈশ্বিক সম্পৃক্ততা, স্থায়িত্ব, ইন্টারন্যাশনাল ফি ও স্কলারশিপ, স্টুন্ডেট মিক্স, ইংলিংশ টেস্ট এবং একাডেমিক টেস্ট।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন