Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাষ্ট্রায়ত্ব জুট মিলগুলোতে পাট ব্যবসায়ীদের পাওনা প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক

বিজেএমসি’র নিকট পাট ব্যবসায়ীদের বকেয়া টাকার দাবিতে আজ বুধবার সাধারণ পাট ব্যবসায়ী সমিতির (রেজি নং-১৩৮০) মতবিনিময় সভা শামীম আহমেদ মোড়লের সভাপতিত্বে বিজিএ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জেলার শতাধিক পাট ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন প্রেরিত ই-মেইল বার্তায় এতথ্য জানিয়েছেন।

রাষ্ট্রায়ত্ব জুট মিলগুলোতে পাট ব্যবসায়ীদের পাওনা দ্রুত প্রাপ্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সভায় বক্তারা বলেন, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বিজেএমসি’র কাছে চার শতাধিক কোটি টাকা বকেয়া থাকলেও পাট ব্যবসায়ীদের সাথে কোন প্রকার আলাপ-আলোচনা না করেই মিল বন্ধ ঘোষণা করে দেয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা এবং তাদের সাথে সংশ্লিষ্ট প্রান্তিক পাট চাষীরা চরম হতাশাগ্রস্থ ও মানবেতর জীবনযাপন করছে।

সভায় বক্তৃতা করেন পাট ব্যবসায়ী শেখ আবু জাফর, মোঃ এহতেশামুল হক, মোঃ টিপু সুলতান, গাজী শরিফুল ইসলাম ওহিদ, কামরুজ্জামান মিঠু, শেখ ইমাম হোসেন, সুকুমার রায়, জিয়াদ আলী, মোঃ ফিরোজ শেখ, ঠাকুর দাশ কুন্ডু, শরিফুল ইসলাম, মোঃ আবু সাঈদ, রবিউল ইসলাম, আরিফুর রহমান, শেখ হাবিবুর রহমান ও লুৎফুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/এমএম 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন