বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

 স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ

গেজেট প্রতিবেদন

দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রূপা বিক্রি হবে নতুন দামে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা।

অন্যদিকে প্রতিভরি ২২ ক্যারটের রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৫৬ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২২৮ টাকা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন