বুধবার । ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ । ২রা আশ্বিন, ১৪৩২

খুলনায় ৯ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার

গেজেট প্রতিবেদন

বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে খুলনা বিভাগে ৯টি নতুন জিআইএস টাইপের বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৫৫ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৮২৫ টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের এক প্রস্তাবের প্রেক্ষিতে বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বর্ধন (খুলনা বিভাগ) শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং-১১ এর আওতায় চারটি নতুন ৩৩/১১ কেভি ১*১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

উপকেন্দ্রগুলো নির্মাণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে দুটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৫৫০ টাকা। সুপারিশ করা দর দাপ্তরিক প্রাক্কলিত দর অপেক্ষা ৯.৪৮ শতাংশ বেশি।

এছাড়া বিদ্যুৎ বিভাগের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বর্ধন (খুলনা বিভাগ) শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং-৩ এর আওতায় ৫ টি নতুন ৩৩/১১ কেভি ২*১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

উপকেন্দ্রগুলো নির্মাণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে দুটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএসটিএল-ইইএল কনসোর্টিয়াম এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। এতে ব্যয় হবে ১৫১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ২৭৫ টাকা। সুপারিশ করা দর দাপ্তরিক প্রাক্কলিত দর অপেক্ষা ৯ দশমিক ০৫ শতাংশ বেশি।

এদিকে বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের (এসপিএম) অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কনট্রাক্টর নিয়োগ সংক্রান্ত দরপ্রস্তাব বাতিল করার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

খুলনা গেহেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন