Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ছয় দিনেই রেমিট্যান্স এলো ৪২৭ মিলিয়ন ডলার

গেজেট ডেস্ক

চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। সোমবার (৭ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সময়ে দেশে মোট ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এর মধ্যে কেবল ৩ থেকে ৬ জুলাই—এই তিন দিনেই রেমিট্যান্স এসেছে ২২২ মিলিয়ন ডলার।

গত বছরের একই সময়ে (১-৬ জুলাই ২০২৪) দেশে রেমিট্যান্স এসেছিল ৩৭১ মিলিয়ন ডলার। সেই হিসাবে মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, হুন্ডি প্রতিরোধে কার্যকর নজরদারি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনার সুফল এবং মধ্যপ্রাচ্যসহ প্রবাসী কর্মসংস্থানে স্থিতিশীলতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক গতি তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে এখন প্রবাসীরা আগ্রহ দেখাচ্ছেন। ঈদ-পরবর্তী সময়ে প্রবাসীদের পাঠানো অর্থে এমন প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলবে।

রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক আয় ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। চলতি অর্থবছরের প্রথম মাসে এই গতি বজায় থাকলে পুরো বছরের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন