Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে : গভর্নর

গেজেট ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, তার ধারণা ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। কিন্তু সেই টাকা ফেরত আনা কঠিন। তবে, বিদেশের মাটিতে বাংলাদেশিদের সম্পদ জব্দ শুরু হয়েছে। আর টাকা ফেরত আনতে ৫ বছর পর্যন্ত লেগে যেতে পারে।

মঙ্গলবার (২৭ মে) বিএফআইইউর বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পাচার হওয়া আনুমানিক ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার ফেরত আনাটা কঠিন, বাংলাদেশ ব্যাংকও এই মুহূর্তে প্রস্তুত নয়, ফলে আইন কাঠামো পরিবর্তন করে টাকা ফেরত পেতে পেতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকগুলো মার্জার হবে, সেখানে টাকা ঢালতে হবে। তবে কবে মার্জ হবে তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, কোনো বিজনেস অ্যাকাউন্ট এখন পর্যন্ত ফ্রিজ করা হয়নি এবং হবেও না, কারণ বাংলাদেশ ব্যাংক চায় না ব্যবসা প্রতিষ্ঠান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন