Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মূল্যস্ফীতি কমেছে

গেজেট ডেস্ক

গত এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মার্চ মাসের তুলনায় আরও কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। সোমবার (৫ মে) এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ৯ দশমিক ১৭ শতাংশ হয়েছে, গত মার্চ মাসে যেটি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ। মার্চ মাসে যেটি ছিল ৮ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে মার্চ মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭০ শতাংশ থাকলেও এপ্রিল মাসে সেটি কমে ৯ দশমিক ৬১ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ।

এছাড়া এপ্রিল মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৪০শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন