বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

১১ অক্টোবর সা‌রা‌দে‌শে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

গেজেট ডেস্ক 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আগামী ১১ অক্টোবর ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাক‌বে।

মঙ্গলবার (৮ অক্টোবর) স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো সংগঠনটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট রাশেদ রহমান অমিতের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

এতে বলা হয়, প্রতি বছরের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন আগামী শুক্রবার (১১ অক্টোবর) সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ থাক‌বে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন