শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সরকারের আনুকূল্যে ফুলেফেঁপে উঠা ব্যবসায়ীরাই দেশের সমস্যা : ওয়াহিদউদ্দিন মাহমুদ

গেজেট ডেস্ক

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, যেসব ব্যবসায়ী ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছেন, তারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন। কিন্তু সরকারের আনুকূল্য নিয়ে হঠাৎ করে ফুলেফেঁপে উঠেছেন, সেই ব্যবসায়ীরাই দেশের জন্য সমস্যা। তারা কোন দেশ থেকে আয় করেন, আর কোন দেশে নিয়ে যান, তা বুঝা মুশকিল। তারা আসলে কোন দেশের নাগরিক সেটাও বোঝা যায় না।

শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুবাইয়ে বাংলাদেশিদের বাড়ি বৃদ্ধি-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকেও এসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। আসলে তাদের কাছেও কোনো তথ্য থাকে না। এদের সিঙ্গাপুরে বাড়ি, দুবাইতে বাড়ি থাকে। আসলে তারা কোন দেশের নাগরিক সেটাও বোঝা যায় না।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বলেন, সম্প্রতি ঋণের বোঝা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই বৈদেশিক ঋণনির্ভর প্রকল্পে অগ্রাধিকার ঠিক করতে হবে সরকারকে। সেই সঙ্গে নতুন মেগা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারসন বলেন, বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দুর্নীতি।

যার সমাধান করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আসন্ন বাজেটকে সামনে রেখে ১০ দফা সুপারিশ তুলে ধরেন তিনি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন