বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭ বিলিয়ন ডলারে

গেজেট ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ০৭ বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গণনায় বৃদ্ধি পেয়ে স্থির হয়েছে ২১ দশমিক ৮২ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাবায়নে গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আর আইএমএফের পদ্ধতি বিপিএম-৬ ম্যানুয়াল অনুসারে তা ছিল ২১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

সদ্য সমাপ্ত ডিসেম্বরের শুরুতে যা ছিল ১৯ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ২ বিলিয়ন ডলারের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব পদ্ধতিতে গত ২৯ নভেম্বর দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলার। আর আইএমএফের গণনায় তা ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক মাসে বিদেশি মুদ্রার সঞ্চায়ন বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: শীর্ষ ধনীদের তালিকায় বড় লাফ আদানির

আরও পড়ুন: বছর শেষে রেমিট্যান্স প্রবাহ চাঙা

এখন দেশের তাৎক্ষণিক ব্যবহারযোগ্য রিজার্ভ ১৭ দশমিক ২ বিলিয়ন ডলার। এক মাস আগে যা ছিল প্রায় সাড়ে ১৬ বিলিয়ন ডলার। অর্থাৎ সঞ্চিত অর্থের পরিমাণ বেড়েছে।

অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) কয়েকটি সহযোগী সংস্থা থেকে ঋণ পাওয়া গেছে। সেই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন