বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমলো

গেজেট ডেস্ক

সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমিয়েছে সরকার। আগামী কয়েক দিনের মধ্যে সেটা কার্যকর হবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে।

ভোজ্যতেলের দাম কমেছে এবং ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে বলে জানান তিনি। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দাম কমতে পারে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন