বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

স্বাভাবিক হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার

গেজেট ডেস্ক

৬ ঘণ্টা ডাউন থাকার পর চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সার্ভারটি সচল করে স্বাভাবিক লেনদেন চালু করতে পেরেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তবে কী কারণে সার্ভার ডাউন হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

এর আগে, বেলা ১২টায় সার্ভার ডাউন হলে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সমস্যা দেখা দেয়। এতে ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যহত হয়।

সার্ভারে সমস্যার কারণে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তরে সমস্যা তৈরি হয়েছিল। একই কারণে কিছু ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে সমস্যা দেখা দিয়েছিল। এনপিএসবি হলো আন্তব্যাংক কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের মাধ্যম। এটি ব্যাংকগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করেছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন। এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পয়েন্ট অব সেলস টার্মিনালের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক নিজের হিসাব বা কার্ড থেকে অন্য গ্রাহকের ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক সারওয়ার হোসেইন দেশ রূপান্তরকে বলেন, ‘যে সমস্যা হয়েছিল তা বুধবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে সমাধান করা হয়েছে। পুরো নেটওয়ার্কিং সিস্টেম এখন সুষ্ঠুভাবে চলছে। আইটি বিভাগ সব সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সমস্যার কারণে অনলাইন ব্যাংকিংয়ে সমস্যার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরণের সমস্যা হওয়ার কথা নয়। কারণ বাংলাদেশ ব্যাংকে অভ্যন্তরীণ সার্ভারে সমস্যা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করা শর্তে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এটিএমে লেনদেনের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনও আসেনি। আসলে বলতে পারবো।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন