বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

স্বর্ণের দাম আরও কমল

গেজেট ডেস্ক 

দেশে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (খাঁটি স্বর্ণ) মূল্য কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ ঘোষণা দিয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, উন্নত মানের স্বর্ণের দর ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রির দাম দাঁড়িয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা। এতদিন যা ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন