বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

দু’দিনে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৭১৩ টাকা

গেজেট ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।

শুক্রবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ৮১ হাজার ২৭০ টাকা লাগবে। দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ৭১৩ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৭ হাজার ৫৩৯ টাকা ও ১৮ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৬৬ হাজার ৪৬২ টাকা। তবে হলমার্ক ছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ৫৫ হাজার ১৫২ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৭৮ হাজার ৫৫৭ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ৭৫ হাজার টাকা ও ১৮ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিল ৬৪ হাজার ২৬৯ টাকা। এর আগে দেশের বাজারে ১৭ জুলাই স্বর্ণের দাম কমে।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন