Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বুধবার ব্যাংক বন্ধ

গেজেট ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে জানানো হয়েছিল, মঙ্গলবার ব্যাংক বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৯ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর নির্ধারণ করা হলো।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন