Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কোটালীপাড়া কৃষকলীগের সাবেক সভাপতির করোনায় মৃত্যু

গেজেট ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও হিরন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল ইসলামের (৭০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানী ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এ নিয়ে কোটালীপাড়া উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে দু’জন মৃত্যু হল।

অপরদিকে, ৩২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৫ জন। ৭৯ জন আইসোলেশনে আছেন বলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্র জানা গেছে। গত রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার করোনা উপসর্গ নিয়ে জাফরুল ইসলাম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষা দেন।

সোমবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিন রাতেই তাকে নিয়ে ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

জাফরুল ইসলামের মৃত্যু সংবাদ কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও হিরন ইউনিয়নবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আছে।

জাফরুল ইসলাম স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর হিরন মাদ্রাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা শেষে তাকে দাফন করা হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন