কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে সাতক্ষীরার সিদ্দিক

গেজেট ডেস্ক

সাতক্ষীরা জেলার শ্যামনগর আবাদ চন্ডীপুরের বাসিন্দা আবু বকর সিদ্দিক কাশিমপুর-২ কারাগার থেকে পালিয়েছেন।কাশিমপুর কারাগারের তত্ত্বাবধায়ক জাহানারা বেগম ৭ আগষ্ট গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।পাশাপাশি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে।

জানা যায়, ৬ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে সিদ্দিককে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কারারক্ষীরা জড়িত থাকতে পারে বা তাদের অবহেলার কারণেও বন্দী পালিয়ে যেতে পারে ধারণা কতৃপক্ষের। তবে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিয়েছেন কারা কতৃপক্ষ।

আবু বকর সিদ্দিক ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমনগরে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুঁজি শেষে পরদিন তাঁকে একটি ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন