Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অসহায় মানুষের জীবন বাঁচাতে সব ধরনের চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

করোনার এই মহামারি সময়ে গরীব, অসহায় মানুষের জীবন বাঁচাতে সব ধরনের চেষ্টা করছে সরকার-এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার (২ আগস্ট) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে এ বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে মাধ্যমে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মহামারির সময়ে সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য, জাতীর পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরীব, এতিম, অসহায়দের মুখে খাবার তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। করোনার এই সময়ে সহযোগী সংগঠনেগুলো ভালো কাজ করছে। এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। সবাই মিলে চেষ্টা করে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শোকের মাসের দ্বিতীয় দিনে বাংলাদেশ কৃষকলীগ স্বেচ্ছায় রক্তদান, এতিম শিশুদের মৌসুমী ফল, ঈদ উপহার বিতরণ কর্মসূচি এবং দোয়া মাহফিলের আয়োজন করে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন