Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঢাকার পল্লবী থানায় বিস্ফোরণ, চার পুলিশসহ আহত ৫

গেজেট ডেস্ক

ঢাকার পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে চার জন পুলিশসহ মোট পাঁচ জন সদস্য আহত হয়েছে।

বুধবার সকাল সাতটা নাগাদ পল্লবী থানার ভেতরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছ।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক ইমরান, এসআই সজীব, পিএসআই অঙ্কুশ, পিএসআই রুমির আহত হয়েছেন। এছাড়া রিয়াজ নামে একজন আহত হয়েছেন।

বর্তমানে রুমি ও রিয়াজ জরুরি বিভাগে চিকিৎসাধীন। পিএসআই অঙ্কুশ চক্ষু হাসপাতালে আছেন। ওসি তদন্ত ইমরান ও এস আই সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ”গোপন সূত্রের খবরে গতকাল তিনজন ভাড়াটিয়া খুনিকে গ্রেপ্তার করেছিল পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে দুইটি পিস্তল আর জিনিসপত্র উদ্ধার করা হয়, তার মধ্যে ওয়েট মেশিনের (ওজন পরিমাপ করার যন্ত্র) মতো দেখতে একটি বস্তু ছিল।”

”আজ সকাল সাতটার দিকে সেই ওয়েট মেশিনের মতো বস্তুটির বিস্ফোরণ ঘটলে চার জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত হয়। তাদের মধ্যে ওসি তদন্তও রয়েছেন।”

কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, সেটা নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে তাদের পাঁচজনকেই ঢাকা মেডিকেলে আনা হয়। অঙ্কুরের চোখে আঘাত থাকায় তাকে পরে চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, সজীবের কানে সমস্যা হয়েছে, রুমির বাঁ হাতে জখম, রিয়াজেরও হাতে জখম। আর পরিদর্শক এমরানের বাঁ পায়ের হাঁটুর নিচে জখম হয়েছে।

খুলনা গেজেট/ এমএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন