শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নাতি-দাদিসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি-দাদিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের ১০ মাস বয়সি ছেলে সাইফান হাসান, দাদি মৃত মোশারফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।

মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাজেদুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। ফাঁদ তৈরির তারের লিকেজে সজিব সিকদারের ১০ মাস বয়সি ছেলে সাইফান হাসান হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে নাতি ও দাদিকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী দাদা ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনিজনই মারা যান।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। বর্তমানে নিহতদের মরদেহ নিজ বাড়িতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন