বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

তারেক রহমানের সঙ্গে দেখা করে সহানুভূতি জানালেন মাহমুদুর রহমান

গেজেট প্রতিবেদন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে সহানুভূতি জানিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) রাতে গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। এ সময় কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষর এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মাহমুদুর রহমান। সাক্ষাৎকাল বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণা করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ডেপুটি চিফ রিপোর্টার বাছির জামাল এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ।

প্রসঙ্গত, গুলশান কার্যালয়টি ব্যবহার করতেন দলটির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর (২০২৫) মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে আপসহীন নেত্রী খালেদা জিয়া।

তার মৃত্যুর পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গুলশান কার্যালয়ে যাচ্ছেন এবং সেখানে রাখা শোকবইয়ে স্বাক্ষর করছেন। তাদের মধ্যে অনেকেই দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন