শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে ৬ আওয়ামী লীগ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন ৬ নেতাকর্মী। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জে সাংবাদিক অফিসে ও দুপুরে মুকসুদপুর রিপোর্টাস ইউনিটি অফিসে পৃথক সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এহিয়া শেখ, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড সভাপতি নিয়ামত আলী সিকদার, সদস্য রবিউল শেখ, শওকত শেখ, গৌরাঙ্গ বিশ্বাস ও প্রফুল্ল বিশ্বাস।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এহিয়া শেখ বলেন, আমি দীর্ঘদিন টুঙ্গিপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ইতোমধ্যে দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনাপূর্বক এবং শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে স্বেচ্ছায় এ পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকবেন না বলেও ঘোষণা দেন তিনি।

অপরদিকে, একই দিন দুপুরে মুকসুদপুরের দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড সভাপতিসহ চার সদস্য মুকসুদপুর রিপোর্টাস ইউনিটি অফিসে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড সভাপতি নিয়ামত আলী সিকদার লিখিত বক্তব্যে বলেন, আমিসহ আমার কমিটির আরও চার সদস্য আওয়ামী লীগের রাজনীতি ও স্ব স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন