বুধবার । ৩রা ডিসেম্বর, ২০২৫ । ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২

টুঙ্গিপাড়ায় জব্দ ৬০ কেজি জাটকা ইলিশ, চার এতিমখানায় বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজারে অভিযানে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—এক দোকানদার জাটকা বিক্রি করছেন।

উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় অভিযানকারীদের দেখে দোকানদার জাটকা ফেলে পালিয়ে যায়। এরপর দোকান থেকে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে জব্দকৃত জাটকা চারটি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন