Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দশ ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

গেজেট ডেস্ক

দশটি ধর্ষণ মামলাসহ অস্ত্র ও ডাকাতির ১৪ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত। চট্টগ্রামের বায়েজিদে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১০টি ধর্ষণসহ অস্ত্র ও ডাকাতির ১৪ মামলার আসামি বেলাল নিহত হয়েছে। রাত ১ টার দিকে বায়োজিদের শান্তিনগর আবাসিক এলাকায় এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত একটার দিকে বেলালকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। কিন্তু, পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বেলাল। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।

বন্দুকযুদ্ধে নিহত বেলালের বাড়ি পটুয়াখালী জেলায়। বিভিন্ন মামলায় জেল খেটে কয়েকদিন আগে জামিনে মুক্তি পায় বেলাল। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানেই তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন