সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মহাসচিব। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউতে তার চিকিৎসা চলছে।
দ্বায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া চেয়ারপারসনের স্বাস্থ্যগত কোনো সংবাদ না করার আহ্বানও জানান শায়রুল কবির।
খুলনা গেজেট/এএজে

