গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লিটন বালা (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক লিটন বালা একই গ্রামের সুধীর বালার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলন, বিকালে বাড়ির পাশে নিজের বোরো ধানের বীজতলায় মোটর দিয়ে পানি দিতে যান লিটন বালা। এ সময় অসাবধানতাবশত মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
খুলনা গেজেট/এএজে

