বুধবার । ২৬শে নভেম্বর, ২০২৫ । ১১ই অগ্রহায়ণ, ১৪৩২
বন্দর ইজারা বাতিলের দাবিতে

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথে স্কপের অবরোধ

গেজেট প্রতিবেদন

বন্দর ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরমুখী সড়কে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম জেলার ঘোষিত অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে হালিশহর বড়পোল ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্টঘোলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে বন্দরমুখী যান চলাচল আংশিকভাবে বাধাগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলার কথা রয়েছে।

স্কপ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক রিজওয়ানুর রহমান খান বলেন, ‘বন্দর ইজারা বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

অবরোধ শুরুর পর সকালে টোল প্লাজা এলাকা দিয়ে পণ্যবাহী ট্রাক, কনটেইনারবাহী ট্রেইলার ও যাত্রীবাহী যানবাহন ধীর গতিতে চলতে দেখা যায়। সল্টঘোলা ক্রসিং এলাকায় কয়েকটি ট্রেইলার আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।’

অবরোধের কারণে বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বিকল্প রুট ব্যবহার করে জরুরি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন