রবিবার । ২৩শে নভেম্বর, ২০২৫ । ৮ই অগ্রহায়ণ, ১৪৩২

‘নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই’

গেজেট প্রতিবেদন

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে বিভিন্ন পার্টির মধ্যে দৌরাত্ম্য বেড়ে যাবে, অনেক সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।

ভূমিকম্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ভূমিকম্পের আর্লি ওয়ার্নিংয়ের বিষয়ে কোন কোন দেশে শোনা যাচ্ছে ১০ সেকেন্ড আগে ভূমিকম্পের আরলি ওয়ার্নিং অ্যাপ আছে। আমরা সেটা নিয়ে চিন্তাভাবনা করতেছি, এই অ্যাপ খুলতে পারি কিনা।

তিনি বলেন, আমরা যে বাড়িঘর তৈরি করতেছি এটা যেন রাজউকের বিল্ডিং কোড মেনে সবাই নির্মাণ করি। বিল্ডিং কোড না মেনে চললে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন