রাজধানীর বিজয়নগর একটি বহুতল ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বিকেল ৩টা ৪ মিনিটের দিকে বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস আরও জানায়, আত্-ত্বরীক টাওয়ারের ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে কোন মানুষ ছিল না। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসে। ভবনটিতে লোকজন ছিল না। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
খুলনা গেজেট/এএজে

