শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

ভবিষ্যতে আর কখনো সংগঠনের কোনো কার্যক্রমে জড়াবেন না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের এক নেতা। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগকারী ফজর আলী (২৫) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাটগাতী ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে পাটগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আর কখনো এই সংগঠনের কোনো কার্যক্রমে তিনি জড়াবেন না। “এখন থেকে এই সংগঠনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই”- বলেন ফজর আলী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন