শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা দুই শুটার গ্রেপ্তার

গেজেট প্রতিবেদন

রাজধানীর পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে হত্যায় অংশ নেয়া দুই শুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রুবেল ও ইব্রাহিম। গ্রেপ্তারকৃত দুজনই পেশাদার শুটার হিসেবে কাজ করে।

এর আগে সোমবার পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী। পুরোনো একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর সন্ত্রাসীরা মামুনকে গুলি করে হত্যা করে। ন্যাশনাল হাসপাতালের সামনে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরী হয়। হত্যাকারীদের ধরতে ঘটনার পর থেকে পুলিশ ও গোয়েন্দা বাহিনী তৎপরতা শুরু করে।

উল্লেখ্য, দুই বছর আগেও রাজধানীর তেজগাঁও এলাকায় মামুনকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন