গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার ডালনিয়া গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২) এবং একই গ্রামের সতীশ ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৫০)।
পরিদর্শক আফজাল হোসেন জানান, রাতে মোটরসাইকেলযোগে বিজয় বিশ্বাস ও সরোজ ভট্টাচার্য বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক বিজয় বিশ্বাস নিহত হন এবং আরোহী সরোজ ভট্টাচার্য মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

